নিজস্ব প্রতিবেদক
যশোর সদর হাসপাতালের এক্স-রে রুমের সামনে থেকে ধারালো একটি বার্মিজ চাকু নিয়ে যুবক মহিন উদ্দিনকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল ১১:১৫ মিনিটে যশোর শহরের কোতোয়ালী থানার ঝুমঝুমপুর কাঁঠালবাগান এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে মহিন উদ্দিনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, মহিন উদ্দিন সকালে তার স্ত্রী সুমাইয়াকে চিকিৎসকের দেখানোর উদ্দেশ্যে হাসপাতাল আসেন। তবে তার অস্বাভাবিক আচরণ সন্দেহজনক হওয়ায় হাসপাতালের নিরাপত্তা প্রহরী এবং কোতোয়ালী থানার পুলিশ সদস্যরা তাকে এক্স-রে রুমের বাইরে থামিয়ে তল্লাশি করেন। তল্লাশির সময় তার ব্যাগ থেকে একটি ধারালো বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ জানান, “যুবক কেন হাসপাতাল নিয়ে চাকু নিয়ে প্রবেশ করেছিল, তা আমরা খতিয়ে দেখছি। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দিকগুলো তদন্তের পর যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এই ঘটনার কারণে হাসপাতালের নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে এবং অন্যান্য রোগীদের সুরক্ষা নিশ্চিতে অতিরিক্ত প্রহরী মোতায়েন করা হয়েছে।
