নিজস্ব প্রতিবেদক
যশোর সরকারি মহিলা কলেজে বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে কলেজের অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর অমল কুমার বিশ্বাস। রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর শেখ আব্দুল হান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, প্রফেসর ড. মিয়া আব্দুর রশিদ ও কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মাহবুবুল হক খান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক দীপ্তি মিত্র ও বাংলা বিভাগের প্রভাষক আসাদুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর অমল কুমার বিশ্বাস বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন বিদ্রোহী ও প্রেমের কবি, সাম্যবাদের কবি। জাতীয় কবির যে চেতনা, সেটি সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে। শোষণ ও বঞ্চনা থেকে মুক্তি পেতে নজরুলের সাহিত্য চর্চা আজ অতি প্রয়োজন।
কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ও কাজী নজরুল ইসলামের চেতনায় উজ্জীবিত হয়ে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। সেই সাথে কবির রেখে যাওয়া বিভিন্ন কবিতা, সাহিত্য, রচনা বেশি বেশি চর্চার আহ্বান জানান।