নিজস্ব প্রতিবেদক
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রতিদিনই জ¦রে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসছেন অসংখ্য মানুষ। তাদের মধ্যে কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে কিনা এজন্য পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়ে পড়ে। এজন্য অর্থের যোগান দিয়েছেন বিশিষ্ট দন্তরোগ বিশেষজ্ঞ ডা. ইয়াকুব আলী মোল্লা। তিনি হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক। গতকাল তিনি বর্তমান তত্ত্বাবধায়ক ডা. হারুণ-অর রশিদের হাতে নিজ তহবিল থেকে পঞ্চাশ হাজার টাকা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার পার্থ প্রতিম চক্রবর্তী, সহযোগী অধ্যাপক ডা. রহিম মোড়ল, সিনিয়র কনসালটেন্ট ডাক্তার হিমাদ্রী শেখর সরকার, সিনিয়র কনসালটেন্ট ডাক্তার তৌহিদুর রহমান, স্বাচিপ যশোরের সদস্য সচিব ডাক্তার গোলাম মর্তুজা, জুনিয়র কনসালটেন্ট ডাক্তার তৌহিদুর রহমান, ডাক্তার আশরাফ প্রমুখ।