নিজস্ব প্রতিবেদক
যশোর-১ (শার্শা) আসন থেকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নবী নওয়াজ মো. মুজিবুদ্দৌলা সরদার কনক। শনিবার দুপুরে যশোর শহরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মুজিবুদ্দৌলা সরদার এই ঘোষণা দেন। এই আসনে আরো কয়েকজন মনোনয়ন প্রত্যাশী থাকলেও তারা গণমাধ্যমকে কেউ আনুষ্ঠানিকভাবে জানাননি। তবে চলতি বছরের শুরুতে নিজ এলাকায় গণসংযোগে নামেন কনক। যিনি শনিবার সাংবাদিকদের কাছে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হওয়ার কথাও জানালেন।
প্রসঙ্গত, যশোর-১ আসনের বর্তমান এমপি শেখ আফিল উদ্দিন। তিনি ২০০৮ সাল থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে টানা তিনবারের সংসদ সদস্য।
সাংবাদিকদের মুজিবুদ্দৌলা সরদার কনক বলেন, ১৯৮২ সাল থেকে তিনি ছাত্রাবস্থায় সক্রিয়ভাবে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। এরপর শার্শার নাভারণ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, আইন সমিতিসহ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলাম। যশোরে ফিরে দীর্ঘদিন জেলা আওয়ামী লীগের প্রচার ও দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি জানান, দলীয় সভানেত্রী যেহেতু এবার স্বচ্ছতা, ক্লিন ইমেজ প্রার্থী খুঁজছেন। সেই হিসাবে সীমান্তবর্তী এলাকা হলেও সীমান্তবর্তীর কালো দাগ আমার মধ্যে পড়তে দেইনি। আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার যে ধরণের যোগ্যতা প্রয়োজন যেমন-পরিবার, ছাত্ররাজনীতি যেসব জায়গা থেকে আমি অন্যসব মনোনয়ন প্রত্যাশীদের চেয়ে অনেক এগিয়ে। যদি এসব বিবেচনা করে মনোনয়ন দেওয়া হয় তাহলে আমি এই আসনের যোগ্য প্রার্থী।
তিনি বলেন, শার্শা উপজেলা নেতাকর্মীদের নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাথে থেকে প্রতিটি ওয়ার্ডের সংগঠনের গতি ফিরিয়ে আনার কাজ করে যাচ্ছি। সরকারের যত উন্নয়ন জনগণের দৌর গড়ায় পৌছে দিচ্ছি। যাতে আগামি দ্বাদশ নির্বাচনে যিনিই মনোনয়ন পান তাকে বিজয়ী করতে পারি।
প্রসঙ্গত, নবী নওয়াজ মো. মুজিবুদ্দৌলা সরদার কনক যশোর জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি ও সাবেক সংসদ সদস্য তবিবর রহমান সরদারের দৌহিত্র। তিনি দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড ছাড়াও ডজনখানিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের দায়িত্ব পালন করে আসছেন।