ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন, ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম। বক্তব্য রাখেন জেলা পরিষদের সচিব রেজা ই রাফিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সেলিম রেজা, বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ঝিনাইদহ জেলার বিভিন্ন স্তরের যাকাতদাতাগণ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান। সেমিনারে অংশগ্রহণকারী বক্তাগণ যাকাতদাতাদের যাকাতের একটি অংশ সরকারি যাকাত ফান্ডে প্রদানের জন্য অনুরোধ করেন।
জেলা প্রশাসক বলেন, যাকাত অর্থ সম্পদকে পবিত্র করে। মানুষের মন-মস্তিষ্ককে গর্ব-অহংকার, লোভ-লালসা ও কৃপণতার মলিনতা থেকে পরিচ্ছন্ন রাখে। নিজের উপার্জিত সম্পদে সমাজের অবহেলিত শ্রেণির দাবি-দাওয়া পূরণে উৎসাহ যোগায়।