ঢাকা অফিস
রাজধানীর যাত্রাবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। নিহতরা হলেন, প্রীতি রাণী দাস (৪৫) ও মারিয়া বেগম (৬০)।
শনিবার (১১ মার্চ) সাড়ে ১২টার দিকে কাজলা নয়ানগর মোড়ে লেগুনার ধাক্কায় ও শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যায় শনির আখড়ায় সিএনজি অটোরিকশার ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত প্রীতি রানির মেয়ে তমা রানি দে জানান, তিনি অন্তঃসত্ত্বা। মা প্রীতি রানি ও ছেলে প্রতিক চন্দ্র দেকে নিয়ে বাসার পাশেই একটি হাসপাতালে যান। সেখান থেকে চিকিৎসা নিয়ে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন তারা।
রাস্তা দিয়ে হাটার সময় পেছন থেকে আসা একটি দ্রুত গতির লেগুনা তার মাকে সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে রাস্তায় পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার কুন্ডা গ্রামে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাকিম পাটোয়ারি জানান, ঘটনার পরপরই লেগুনাটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন।
এদিকে নিহত মারিয়া বেগমের ছেলে মো. এলিন হোসেন জানান, তারা বংশাল বাংলাদেশ মাঠের পাশে একটি বাড়িতে থাকেন। গতকাল শুক্রবার বিকেলে পরিবারের সবাই মিলে শনির আখড়ায় এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন।
সন্ধ্যায় সেখান থেকে ফেরার পথে শনির আখড়ায় রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা তার মা মারিয়া বেগমকে ধাক্কা দেয়। এত সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয়। আজ শনিবার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার তার মৃত্যু হয়।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল হাসিব জানান, অটোরিকশাটি নিয়ে চালক ঘটনার পর পালিয়ে যায়। পরিবারের আবেদনে,নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ২