নিজস্ব প্রতিবেদক
জাতীয় যুব জোট যশোর জেলা কমিটির সভাপতি সোহেল আহমেদ সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদক আবুল বাসার মুকুল সহসম্পাদক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার বিকেলে যশোর জেলা জাসদের পক্ষ থেকে নেতাজী সুভাষ চন্দ্র বসু রোডে দলীয় কার্যালয়ে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাসদের কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম। বিশেষ অতিথি ছিলেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অশোক কুমার রায়, জাসদ নেতা শরীফ মো. আমিন মানিক, অ্যাডভোকেট আবুল কায়েস, শরীফ আহমেদ বাপী, আহসান উল্লাহ ময়না, আবুল হোসেন, মোস্তাফিজুর রহমান বাবর, মশিয়ার রহমান, মতিউর রহমান পপি, যুব জোট নেতা কবির হোসেন রাব্বুল, ওলিয়ার রহমান প্রমুখ।