ক্রীড়া ডেস্ক: কাতার বিশ্বকাপ হতে পারে আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। মেসি নিজেই জানিয়ে দিয়েছেন কাতারেই শেষবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে বিশ্বমঞ্চে দেখা যাবে তাকে। স্বভাবতই ‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ খ্যাত এই আসরে শেষটা রাঙিয়ে তুলতে চাইবেন মেসি।
ইতোমধ্যেই সবকিছুর প্রস্তুতি নিয়ে রেখেছেন আর্জেন্টাইন জাদুকর। এর মধ্যে যে বিষয়টি সবচেয়ে বেশি নজর কেড়েছে, তা হলো মেসির গোল্ডেন বুট।
গোল্ডেন বুটের কথা শুনে অনেকেই হয়তো চমকে উঠতে পারেন। কেননা, এখনো তো আসরই শেষ হলো না। গোল্ডেন বুট আসবে কোত্থেকে?
তবে আসল কথা হলো, সোনালী রংয়ের আদলে তৈরী বুট পায়ে কাতারে খেলতে নামবেন মেসি। অনেকেই প্রশ্ন করতে পারেন, সত্যিই কি বুটজোড়া সোনার তৈরি? দেখতে তেমন হলেও আসলে বুটটি সোনার তৈরি নয়। বিখ্যাত ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস মেসির জন্য সোনালী রংয়ের এই বিশেষ জুতোটি তৈরি করেছে।
মেসির শেষ বিশ্বকাপকে মাথায় রেখেই তৈরি করা হয়েছে জুতোটি। সম্পূর্ণ সোনালি রঙের জুতোয় ব্যবহার করা হয়েছে বিশেষ প্রযুক্তি। জুতোটির পোশাকি নাম ‘অ্যাডিডাস এক্স মেসি ২০২২ ওয়ার্ল্ড কাপ স্পিডপোর্টাল বুটস’। এতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির বিশেষ ধরনের স্টাড।
মেসি দ্রুত গতিতে দৌড়ানোর সময় কোনও সমস্যা হবে না। চকিতে ঘুরলেও দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে এই স্টাডগুলো। বলের সঙ্গে সংযোগ হবে অনেক মসৃণ ভাবে। সুবিধা হবে শট নিতে। জুতোটির নকশা অনেকটা পুরনো দিনের আদলের মতো। সোনালি বুটে লেখা রয়েছে মেসির জার্সি নম্বর ১০।
এছাড়াও এই বিশেষ জুতোতে রয়েছে আর্জেন্টিনার নীল-সাদা স্ট্রাইপ। এক জন বিশিষ্ট শিল্পী মেসির জুতোর নকশা করেছেন। বিশ্বকাপ খেলার জন্য মেসিকে একই ডিজাইনের প্রায় দু’ডজন বিশেষ জুতো সরবরাহ করা হয়।
ফুটবলার হিসেবে মেসির ক্যারিয়ারে অর্জনের কোনো কমতি নেই। ক্লাব ক্যারিয়ারে এমন কিছু নেই, যা মেসি জিতেননি। এতোসব প্রাপ্তির মাঝেও মেসির কাছে আক্ষেপ হয়ে আছে বিশ্বকাপ শিরোপা। সব কিছু জিতলেও এই এক বিশ্বকাপ ট্রফি আলিঙ্গনের স্বাদ পাননি মেসি। আর কাতারেই ঘোচাতে চান সেই আক্ষেপ।
উল্লেখ্য, সি গ্রুপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২২ নভেম্বর। বাংলাদেশ সময় বিকেল ৪টায় মেসিদের মুখোমুখি হবে সৌদি আরব।
দ্বিতীয় ম্যাচে ২৭ নভেম্বর মেক্সিকো ও ১ ডিসেম্বর পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন মেসির আজেন্টিনা।
আরও পড়ুন: বাড়ি যেন আর্জেন্টিনার পতাকা