নিজস্ব প্রতিবেদক
যশোরে রামকৃষ্ণ দেবের ১৮৮তম জন্মতিথি ও রামকৃষ্ণ মিশনের ১২৫তম বর্ষপূর্তি উৎসবে তিন দিনব্যাপী আয়োজনের বুধবার ছিল দ্বিতীয় দিন। এদিন আলোচনা সভায় রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
এছাড়াও অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, ভারত কেরালার থিরুভানানাথপুরম রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী মোক্ষব্রতানন্দজী মহারাজ, বাঁচতে শেখা যশোরের নির্বাহী পরিচালক ড. এঞ্জেলা গমেজ প্রতিষ্ঠাতা। বিশেষ অতিথি ছিলেন, ভারত কেরালার থরুভানানাথপুরমের কমলান শ্রীকুমারী। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন নড়াইল মনোরঞ্জন কাপুড়িয়া কলেজের অধ্যক্ষ ড. তাপসী কাপুড়িয়া। স্বাগত বক্তব্য রাখেন সরকারি মহিলা কলেজ ইংরেজি বিভাগের প্রভাষক দীপ্তি মিত্র। পরে কোলকাতার শ্রীনয়ন রঞ্জন মুখপাধ্যায় পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৌমিতা মিত্র।
এরআগে গত মঙ্গলবার তিন দিনব্যাপী আয়োজনের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। আলোচনা সভায় সম্মানিত অতিথি ছিলেন ভারতের কেরালা রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ মোক্ষব্রতনন্দজী মহারাজ। বিশেষ অতিথি ছিলেন যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, যশোর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ ও ভারতের কেরালা রামকৃষ্ণ আশ্রমের সভাপতি মোহাম্মদ শেরীফ। মুখ্য আলোচক ছিলেন যশোর সিটি কলেজের সহযোগী অধ্যাপক অলোক বসু।
