নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের আরএন রোড নলডাঙ্গা সড়কে আসাদ স্মৃতি ইনস্টিটিউটের উদ্যোগে মঙ্গলবার প্রশিক্ষণ শেষ করা ২১ নারীর মধ্যে সেলাই মেশিন ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। রিপন অটোস প্রাইভেট লিমিটেডের আর্থিক সহযোগিতায় ১৪ জনকে দেয়া হয় একটি করে সেলাই মেশিন ও নগদ ৫ হাজার টাকা। এবং বাকি ৭ জনের মেশিন থাকায় তাদের দেয়া হয় নগদ ১০ হাজার টাকা করে।
এদিন মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ। খান মো. শফিক রতনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, প্রেসক্লাব যশোরের দপ্তর সম্পাদক আবদুল কাদের, রিপন অটোসের ব্যবস্থাপনা পরিচালক আইয়াজ উদ্দিন রিপন, ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন যশোর চেম্বার অব কমার্সের যুগ্ম সম্পাদক, নগর বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক ও রিপন অটোস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান এজাজ উদ্দিন টিপু।
অনুষ্ঠানে আইয়াজ উদ্দিন রিপন জানান, তাদের প্রতিষ্ঠান গত ৭ বছর ধরে সমাজের পিছিয়ে পড়া মানুষদের স্বাবলম্বী করে গড়ে তুলতে নারীদের কাপড় সেলাইয়ের প্রশিক্ষণ দেয়া হয়। শেষে সাবাইকে সেলাই মেশিন ও কাপড় কেনার জন্য নগদ টাকা বিতরণ করা হয়। এছাড়া বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করছি। কোনআন শিক্ষাও দেয়া হয় এখান থেকে। সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের এই সহায়তা অব্যাহত থাকবে।
প্রধান অতিথি রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ বলেন, সমাজের প্রতি আমাদের সামর্থবানদের দায়বদ্ধতা রয়েছে। একা ভালো থাকা যায় না। সবাইকে নিয়ে ভালো থাকার মধ্যে সুখ রয়েছে। বিত্তবানদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সহযোগিতার হাত বাড়াতে হবে। তাহলে একদিন সমাজে অর্থের অভাবে কেউ না খেয়ে বা শিক্ষা বঞ্চিত থাকবে না।
প্রশিক্ষণ শেষ করা জেসমিন নাহার ও লাবনী আক্তার জানান, আমরা প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেয়ে খুবই আনন্দিত। এখন আমরা কাপড় সেলাই করে নিজেরা উপার্জন কতে পারব। এজন্য রিপন অটোসকে সাধুবাদ জানাই। তারা গত ৭ বছর ধরে মানুষের জন্য কাজ করছেন। এখানে একটি কর্মসংস্থান কেন্দ্র গড়ে তোলা হয়েছে। সেখানে প্রশিক্ষণ পাওয়া নারীরা কাপড় সেলাই করে আয় করতে পারছেন। গত এক মাসে কর্মসংস্থান কেন্দ্র থেকে কাপড় সেলাই করে নারীরা ৪৬ হাজার টাকা আয় করেছেন। যা তাদের স্বচ্ছলতা এনে দিয়েছে।
