নিজস্ব প্রতিবেদক
রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস যশোরে দ্বিতীয় বিভাগ টায়ার-২ ক্রিকেট লিগের সুপার ফোর পর্বের দুই ম্যাচ জিতে শিরোপা দৌড়ে অনেকটাই এগিয়ে ছিল ইয়াং আরএন রোড। অপরদিকে শিরোপা জিততে হলে লিগের শেষ ম্যাচে জয়ের কোন বিকল্প ছিল না রিপন অটোস স্পোর্টস একাডেমির। এমন সমীকরণে লিগের শেষ ম্যাচে মুখোমুখি হয় দল দুটি। বৃহস্পতিবার শামস্-হুদা-স্টেডিয়ামে ইয়াং আরএন রোডকে ২১ রানে হারিয়ে শিরোপা উৎসব করেছে রিপন অটোস স্পোর্টস একাডেমি। রিপন অটোস এর করা ১৮৮ রানের জবাবে ইয়াং আরএন রোড করতে পারে ১৬৭ রান।
দিনের অপর ম্যাচে ঝিকরগাছা ক্রিকেট একাডেমি ৩৮ রানে উষা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে লিগে রানার্স আপ হয়েছে। ঝিকরগাছা ক্রিকেট, রিপন অটোস ও ইয়াং আরএন রোডের পয়েন্ট সমান হলেও রানরেটে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয়েছে রিপন অটোস ও ঝিকরগাছার হাতে উঠে রানার্সআপ ট্রফি। সেই সাথে দলটি দুটি আগামী মৌসুমে দ্বিতীয় বিভাগ টায়ার-১ লিগের খেলার যোগ্যতা অর্জন করেছে।
দিনের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে ঝিকরগাছা ক্রিকেট একাডেমি ২৩ ওভারে অল আউট হওয়ার আগে ১৮৮ রান করে। ব্যাট হাতে মেহেদি হাসান ৪৫ বলে ৬০ রান করেন। ৪১ বলে ফিফটি করার মেহেদির ইনিংসে ছিল ৮টি চার ও একটি ছয়ের মার। এরপাশে রাহাত ইমন ২০ বলে ৩২, তাফিমুল ইসলাম ২১ রান করেন। অতিরিক্ত থেকে আসে ৩৯ রান। বল হাতে উষা স্পোর্টিং ক্লাবের মিথুন কুমার ২৮ রানে ৫টি, জহির রায়হান ২টি, ইবনে ফয়সাল রানা ও রুবেল হোসাইন একটি করে উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে ২১ ওভার ৩ বলে সব কয়টি উইকেট হারিয়ে ১৫০ রান করতে পারে উষা স্পোর্টিং ক্লাব। ব্যাট হাতে শুভ ঘোষ ৪৬ বলে ৩টি চার ও ২টি ছয়ে ৫২, সজীব রায়হান ২২, মিথুন কুমার ১৭ ও রুবেল হোসেন ১৫ রান করেন। বল হাতে ঝিকরগাছা ক্রিকেট একাডেমির মেহেদি হাসান ১১ রানে ৩টি, সুজন ২টি, মতিউর রহমান ও রাহাত ১টি করে উইকেট দখল করেন।
দুপুরে দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২৫ ওভারে সাত উইকেট হারিয়ে ১৮৮ রান করে রিপন অটোস। রিপন অটোস এর কামরুজ্জামান ২৪ বলে তিনটি চারে ২৭, শিমুল হোসেন ৫৭ বলে তিনটি চারে ৫৭ ও নাদিম হোসেন ৫৭ বলে ছয়টি চারে ৬১ রান করেন। বল হাতে ইয়াং আর এন রোডের রিয়াদ ৩৬ রানে তিনটি, আহমেদ সিয়াম ৩১ রানে দু’টি, একটি উইকেট নেন রেজাউল ইসলাম।
জবাবে ২৪ ওভার পাঁচ বলে সব ক’টি উইকেট হারিয়ে ইয়াং আর এন রোড স্কোর বোর্ডে সংগ্রহ করে ১৬৭ রান। ইয়াং আর এন রোডের ব্যাটিং ইনিংসে রিয়াদ ৬৫ বলে চারটি চারে ৪৮, ইব্রাহিম মোল্লা চার বলে দু’টি ছয়ে ১৪, প্রান্ত সাধু ২৫ বলে একটি চারে ১৪, আবু বক্কর ২০ বলে একটি চার ও দু’টি ছয়ে ২৩, মাসুদ রানা ১৩ বলে একটি ছয়ে ১৫ ও আরাফাত চার বলে একটি চারে করেন ১০ রান। বল হাতে রিপন অটোস’র শিমুল হোসেন ৫৩ রানে চারটি, আবিদ হোসেন শাওন ২৮ রানে তিনটি ও মাহফুজুর রহমান নিয়েছেন একটি উইকেট।
ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির। বক্তব্য রাখেন সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল।