নিজস্ব প্রতিবেদক: চরমপন্থি সংগঠনের নেতা ও একাধিক মামলার কিরনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশ সাতদিনের রিমান্ড আবেদন করলে বুধবার শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ এ আদেশ দেন। আটক বাসুদেব সাহা ওরফে তিল্লক ওরফে কিরন ওরফে তপন ওরফে বাদল ওরফে মাহমুদুর রহমান পটুয়াখালী সদর উপজেলার পুরান বাজার গ্রামের নারায়ন চন্দ্র সাহার ছেলে।
গত ১৯ এপ্রিল কিরনকে ধরতে যশোরের ডিবি পুলিশ প্রথমে ঢাকা এরপর বরিশাল ও পরে পটুয়াখালীতে অভিযান চালায়। সবশেষে মাদারীপুর থেকে তাকে আটক করে। একই সাথে তার দখল থেকে একনালা বন্দুক উদ্ধার করা হয়। এ ঘটনায় অভয়নগর থানায় মামলা করে তার রিমান্ডের আবেদন জানানো হয়।
মামলা সূত্রে জানা যায়, কিরন নিউবিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা। তিনি ছদ্মনাম ব্যবহার করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় অবৈধ অস্ত্র গুলি, বিস্ফোরকদ্রব্য ব্যবহার খুনসহ নানা অপরাধ করে আসছিল। বিশেষ করে যশোরের অভয়নগর, মণিরামপুর, কেশবপুরসহ আশপাশের জেলায় মাছের ঘের দখল, চাঁদাবাজি ও হত্যাকা-র ঘটনা ঘটে কিরণের নেতৃত্বে।
গত ১০ জানুয়ারি অভয়নগরের হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নব নির্বাচিত ইউপি সদস্য উত্তম সরকারের নিকট চাঁদার টাকা না পেয়ে তাকে গুলি করে হত্যা করে এ চক্রের সদস্যরা। এছাড়া ২০২১ সালের ১৯ নভেম্বর মণিরামপুরের মনোহরপুর মাছের ঘেরের মধ্যে প্রকাশ মল্লিক ওরফে বৃটিশ নামক এক চরমপন্থি সদস্যকে খুন করা হয়। পুলিশের দাবি এ দুই খুনের সাথে কিরণের সরাসরি সম্পৃক্ততা রয়েছে।