নিজস্ব প্রতিবেদক
যশোর দ্বিতীয় বিভাগ টায়ার-১ ক্রিকেট লিগে নিজেদের প্রথম ম্যাচে দেরিতে আসায় ব্যাটিং ইনিংসে ৫ ওভার কম খেলতে হয় বেনাপোল ক্রিকেট একাডেমির। তাতে ইয়াং ড্রাগন মার্শাল আর্টের কাছে ৩ উইকেটে হেরে মিশন শুরু করে সীমান্ত শহরের দলটি। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে আর সেই ভুল করেননি দলটি। ইয়াং আরএন রোডের বিপক্ষে রেকর্ড ১৮৩ রানের জয় পেয়েছে। প্রথমে ব্যাট করে তিন ব্যাটারের ফিফটিতে ২০ ওভারে ২৫৪ রানের গড়ে। পরে ইয়াং আরএন রোডকে ১৬ ওভার ২ বলে ৭১ রানে গুটিয়ে দিয়ে ১৮৩ রানের রেকর্ড জয় পায়।
ব্যাট হাতে বেনাপোলের রানা ৪৯ বলে সাতটি চার ও ছয়টি ছয়ে ৮০, ফিরোজ ২২ বলে ১০টি চার ও চারটি ছয়ে ৬৯ ও রনি ৩৯ বলে নয়টি চার ও ছয়টি ছয়ে ৮২ রান করেন। বল হাতে ইয়াং আরএন রোডের তালেব ৪১ রানে দু’টি এছাড়া একটি করে উইকেট নিয়েছেন সাইফুল ইসলাম ও হাসান।
ইয়াং আরএন রোডের ব্যাটিং ইনিংসে মাহিনুর রহমান ১১ বলে দু’টি চারে ১১, ইসমাইল হোসেন ১৬ বলে একটি ছয়ে ১০ ও ইব্রাহিম ১০ বলে ১৩ রান করেন। বল হাতে বেনাপোলের মুন ১০ রানে তিনটি, ইনামুল ১৫ রানে তিনটি, হাবিব, সুমন ও ফিরোজ নিয়েছেন একটি করে উইকেট।
অপরদিকে দিনের দ্বিতীয় ম্যাচে মুরাদ স্মৃতি টস জিতে চৌগাছা ক্রীড়া সংস্থাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। তারা নির্ধারিত ২৫ ওভারে সাত উইকেট হারিয়ে ১৭৯ রান করে। পরে ব্যাট করতে নেমে ১৯ ওভার চার বল শেষে বজ্রপাতসহ বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। এ সময় মুরাদ স্মৃতি স্কোর বোর্ডে সংগ্রহ করে ছয় উইকেট হারিয়ে ১৩২ রান। বাইলজ অনুযায়ী এ দু’টি দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়।