নিজস্ব প্রতিবেদক
যশোরে আধিপত্য বিস্তার নিয়ে দু’টি সন্ত্রাসী গ্রুপের মধ্যে বোমা হামলার ঘটনা ঘটেছে। এসময় কয়েকটি গুলির শব্দ শুনে স্থানীয়দের মধ্যে আতংক বিরাজ করছে। সোমবার রাতে শহরের রেলগেট কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এলাকাবাসী জানিয়েছেন, যশোর শহরের রেলগেট এলাকার মাদক দম্পতি রেখা-ফায়েকের ছেলে সাগর রমজান দীর্ঘদিন ধরে খুন, চাঁদাবাজি, বোমাবাজি, মাদক ও অস্ত্র কারবারসহ বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে। পাশাপাশি চাঁচড়ার তেতুঁলতলার ফারুক এবং ঢ্যাপ পকেটমারের ছেলে কুদরত ও সম্রাট এলাকায় অস্ত্র কারবারসহ নানা ধরণের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করে আসছে। এলাকায় আধিপত্য বিস্তারের জন্য একে অপরের প্রতি আক্রমনাত্মক মনোভাব নিয়ে চলাফেরা করে। সাগর-রমজান এলাকার আধিপত্য ধরে রাখতে মরিয়া হয়ে পড়েছে। তাদের বিরুদ্ধে খুন, অস্ত্র, মাদক, বোমা ও চাঁদাবাজিসহ অন্তত আড়াই ডজন মামলা রয়েছে।
সূত্র মতে, গত বছরের ৩০ অক্টোবর কুদরত ও সম্রাট অস্ত্রসহ র্যাবের হাতে আটক হয়। কিন্তু কুদরতের ভগ্নিপতি সাগর এবং ভাগ্নে ইমন প্রতিপক্ষ সাগর-রমজানকে খুন করতে সোমবার রাত ৯টার দিকে বোমা ও আগ্নেয়াস্ত্র নিয়ে রেলগেট কলাবাগান এলাকায় আসে। এসময় সাগর-রমজান গ্রুপের লোকজন উল্টো বোমা হামলা চালিয়ে তাদের ৬টি বোমা এবং তিনটি আগ্নেয়াস্ত্রের গুলি চালিয়ে ধাওয়া করে। এসময় বোমা ও গুলির বিকট শব্দে স্থানীয়রা চারিদিকে ছোটাছুটি করতে থাকে। এতে আতংকিত হয়ে পড়ে সাধারণ মানুষ।
এই ব্যাপারে চাঁচড়া ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল আলিম বলেছেন, বোমা বা গুলি কোন ঘটনা জানা নেই। তবে খোঁজখবর নিয়ে সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।