ক্রীড়া ডেস্ক :
কাতার বিশ্বকাপে আজ শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ড-পর্তুগাল। এই ম্যাচে দুই দলই জয় পেতে মরিয়া। তবে সুইসদের সামনে কঠিন পরীক্ষাও বটে। কারণ একজনকে আটকাতে না পারলে তাদের জয়ের আশা অনেকেটাই ফ্যাকাসে হয়ে যাবে।
সেই তারকার নাম ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজদের সেরা তারকাকে আটকাতে বিশেষ পরিকল্পনা করছেন সুইস কোচ মুরাত ইয়াকিন। ম্যাচে রনকে রুখতে কি করতে হবে সেটাই শিষ্যদের বাতলে দিয়েছেন তিনি। যা খোলাসা করেছেন সংবাদ সম্মেলনে।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ইয়াকিন বলেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো অনেক বড় মাপের ফুটবলার। তাকে নিয়ে আমাদের পরিকল্পনা আছে। তবে পর্তুগাল মানেই কেবল রোনালদো, তেমন নয়। একটা দল হিসেবে তারা অনেক শক্তিশালী।’
অন্যদিকে সুইসদের নিয়েও বেশ সতর্ক পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস। তার মতে, সুইসরা ম্যাচের যে কোনো মুহূর্তে ভয়ংকর হয়ে উঠতে পারে। জারদান শাকিরি, হারিস সেফেরোভিচ আর গ্রানিত জাকাদের মতো ফুটবল তারকা আছে সুইজারল্যান্ড দলে।
এমন মহারণের আগে দুই দলের অতীত পারফর্ম্যান্স একবার দেখে নেয়া যাক। এ নিয়ে পর্তুগাল-সুইজারল্যান্ড ফুটবলীয় লড়াইয়ে মোট ২৫ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ১১ বার জয় পেয়েছে সুইজারল্যান্ড। ৯ বার জয় পেয়েছে পর্তুগিজরা।
বাকি ৫ ম্যাচে রেজাল্ট নিজেদের দিকে টানতে পারেনি কোবো দলই। দুই দল শেষবার মুখোমুখি হয়েছে গত জুনে। উয়েফা নেশন্স লিগের সেই লড়াইয়ে ১-০ গোলে জয় পেয়েছে সুইজারল্যান্ড। সেই ম্যাচে সুইসদের পক্ষে গোলটা করেন হারিস সেফেরোভিচ।
পরিসংখ্যান দিয়ে অবশ্য আজকের ম্যাচের ফেবারিট নির্ধারণ করা কঠিন। কারণ, এই ম্যাচে নিজের সেরাটা দিয়ে খেললে রোনালদোকে থামানো সুইসদের পক্ষে কঠিনই হবে। আগের ম্যাচে মাঝপথে তুলে নেওয়ায় এমনিতেই তেঁতে আছেন পর্তুগিজদের সেরা তারকা।