লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর মডার্ণ একাডেমীতে জনবল নিয়োগে প্রায় ৩২ লাখ টাকা ঘুষ-বাণিজ্যের অভিযোগ উঠেছে। এছাড়াও অভিযোগ রয়েছে, একই চক্র ২০২০ সালের ২৪ ডিসেম্বর প্রধান শিক্ষকসহ অন্যচারটি পদে জনবল নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, দুর্নীতি করে। এঘটনায় সঠিক তদন্ত ও বিচার চেয়ে বিজ্ঞ আমলী আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মামলার সূত্রে জানা গেছে, চলতি বছর প্রথমে শালনগর মডার্ণ একাডেমীতে নিরাপত্তা কর্মী, নৈশ প্রহরী, অফিস সহায়ক ও আয়া পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ১৫ অক্টোবর নিয়োগের জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষা নেয়া হয়। লিখিত পরীক্ষায় অফিস সহায়ক পদে ৮জন ও আয়া পদে ৪জন, নিরাপত্তা কর্মী পদে ৬জন, নৈশ প্রহরী পদে ৯ জন প্রার্থী অংশ নেন।
অভিযোগ রয়েছে, পরীক্ষায় যারা প্রথম হয়েছেন তাদেরকে নিয়োগ দেয়া হয়নি। বরং অভিযুক্তরা পরস্পর যোগসাজগে প্রায় ৩২ লাখ টাকা হাতিয়ে অন্যদের নিয়োগ সম্পন্ন করেছেন। ঘুষ প্রদানকারী চাকুরী প্রাপ্তদের নিয়োগ পরীক্ষার আগেই প্রশ্নপত্র সরবরাহ করা হয়েছে। নিয়োগকারী কর্তৃপক্ষ চাকুরী প্রাপ্তদের এমপিও ভূক্তির মাধ্যমে বেতন-ভাতা প্রদানের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে। এলাকার লোকজন নিয়োগ বাতিল করে পুনরায় পরীক্ষা গ্রহণ অথবা লিখিত পরীক্ষায় প্রথম হওয়া প্রার্থীদের নিয়োগদানের দাবি জানিয়েছে। ২০২০ সালের ২৪ ডিসেম্বর একই প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকসহ চারটি পদে নিয়োগে অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে।
মামলার আসামীরা হলেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, পরিচালনা পর্ষদের সভাপতি লাবু মিয়া, সাবেক সভাপতি কাজী সুলতানুজ্জামান, শিক্ষক প্রতিনিধি শারমিন আক্তার, নাজমুল হুদা ও মাসুদুর রহমান, অভিভাবক সদস্য শ্রী মনি চাঁন বিশ্বাস, অফিস সহায়ক উত্তম পাল, ইতি বিশ্বাস, নিরাপত্তা কর্মী মামুন মোল্যা, অভিভাবক প্রতিনিধি শাহাবুদ্দিন, নৈশ প্রহরী খায়রুল ইসলাম। অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করেছেন। মামলা নং-এমপি ১৪৮/২৩ তারিখ ৭/১২/২৩। মামলাটি তদন্তের ভার অর্পণ করা হয়েছে সিআইডির উপর।
