নিজস্ব প্রতিবেদক: নড়াইলের লোহাগড়ার নিরিবিলি পিকনিক স্পটে অবৈধভাবে বন্যপ্রাণী সংরক্ষণের অপরাধে ম্যানেজার সাহিদুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে র্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এসময় সেখান থেকে অবৈধভাবে রাখা একটি ভাল্লুক, দুই অজগর, একটি মেছো বাঘ ও দুটি বানর উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরের এই অভিযানে নড়াইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে র্যাব খুলনার পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম, যশোরের ক্যাম্প কমান্ডার লে. কর্নেল এম নাজিউর রহমান এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা রাজু উপস্থিত ছিলেন।
র্যাব যশোর ক্যাম্প জানিয়েছে, নড়াইলের লোহাগড়া উপজেলার রামপুরায় নিরিবিলি পিকনিক স্পট রয়েছে। সেখানে সরকারি অনুমতি ছাড়াই অবৈধভাবে বেশ কিছু বন্যপ্রাণী সংরক্ষণ করা হয়েছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে শনিবার দুপুরে নড়াইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে র্যাব-৬ খুলনার পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম, যশোর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কর্নেল এম নাজিউর রহমান, নড়াইলের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা রাজু আহম্মেদ এবং লোহাগড়া থানা পুলিশ সেখানে অভিযানে যায়। এসময় সেখান থেকে একটি বড় ভাল্লুক, বড় ও ছোট দুটি অজগর, একটি মেছো বাঘ ও দুটি বানর উদ্ধার করা হয়েছে। এসময় নিরিবিলি পিকনিক স্পটের ম্যানেজার লোহাগড়া উপজেলার মূলদাইড় গ্রামের সাহিদুল ইসলামকে আটক করা হয়। অবৈধভাবে নিজ দখলে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৪০, ৩৪ (খ) ধারা মোতাবেক সাহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা দিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে।
পরবর্তীতে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা রাজু আহম্মেদের কাছে জব্দকৃত বন্যপ্রাণী গুলো হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত ওই বন্যপ্রাণী দ্রুত সময়ের মধ্যেই সুন্দরবনে অবমুক্ত করা হবে।
এছাড়া আদায়কৃত জরিমানার ২৫ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়।