লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের ৮ জন প্রার্থী জয়লাভ করেছে। অপরদিকে ৪ টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছে।
গতকাল রোববার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন লোহাগড়া ইউনিয়নে নাজমীন বেগম, জয়পুর ইউনিয়নে সাইফুল ইসলাম সুমন, ইতনা ইউনিয়নে সিহানুক রহমান, কাশিপুর ইউনিয়নে মতিয়ার রহমান, নোয়াগ্রাম ইউনিয়নে মুন্সি জোশেফ হোসেন, শালনগর ইউনিয়নে লাবু মিয়া এবং কোটাকোল ইউনিয়নে হাসান আল মামুদ। মল্লিকপুর ইউনিয়নে মুন্সি শরীফুল ইসলাম (নৌকা) এগিয়ে আছেন।
এদিকে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে জয়লাভ করেছেন নলদী ইউনিয়নে আবুল কালাম আজাদ পাখী, দিঘলিয়া ইউনিয়নে সৈয়দ বোরহান উদ্দিন, লাহুড়িয়া ইউনিয়নে কামরান সিকদার।
অপরদিকে লক্ষিপাশা ইউনিয়নে নুর মোহাম্মদ স্বতন্ত্র প্রার্থী হিসাবে জয়ী হয়েছেন। তিনি বিএনপি নেতা কিন্তু স্বতত্র প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
ভোট গ্রহন শেষে ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও নড়াইল জেলা নির্বাচন অফিসার ওয়ালি উল্লাহ বেসরকারি ভাবে এই ফলাফল ঘোষণা করেন।