নিজস্ব প্রতিবেদক
যশোরের সামাজিক সংগঠন স্বপ্নতরীর আয়োজনে কচুয়া ইউনিয়নের রায়মানিক গ্রামে একে বিশ্বাস ড্রিম স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। শনিবার সকালে সংগঠনের সভাপতি ওয়াদুদুর রহমানে সভাপতিত্বে এই গাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও কেশবপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রশীদ।
এ সময় উপস্থিত ছিলেন বাউলিয়া বাজার কমিটির সহ সভাপতি হাদিউজ্জামান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সন্ধ্যা অধিকারী, সংগীত বিভাগের শিক্ষক রাবেয়া সুলতানা রেবা, সহকারী শিক্ষক তাহানী আক্তার রুপা, উৎপল পাল, শিমুলহাসান, হীরা খাতুন, জাহাঙ্গীর আলম, মনিরুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা নূরুল আরিফিন প্রমুখ।
