নিজস্ব প্রতিবেদক: শেখ কামাল অনূর্ধ্ব-১৮ ক্রিকেট প্রতিযোগিতার আঞ্চলিক পর্যায়ের যশোর ভেন্যুর দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে মেহেরপুর জেলা। গতকাল শামস্-উল-হুদা স্টেডিয়ামে তারা ৫ উইকেটে বরিশাল জেলাকে পরাজিত করে।
মেহেরপুর জেলা টসে বরিশালকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। বরিশাল ব্যাট করতে নেমে ৪৪ ওভার ৩ বলে সব কয়টি উইকেট হারিয়ে ১১৯ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ৩৪ ওভার ৫ বলে ৫ উইকেট হারিয়ে ১২০ রান করে জয় নিশ্চিত করে।
ব্যাট হাতে বরিশালের আনিসুর রহমান ১২৫ বলে ৭ চারে ৫৫ রান করেন এবং রবিন হোসেন ২২ ছাড়া আর কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। বল হাতে মেহেরপুরের রাকিক হোসেন ২৩ রানে ৩টি, জাকিরুল ইসলাম, ইউসুফ আলী, মাহিদুর ইসলাম মিথুন ২টি করে উইকেট দখল করেন।
ব্যাট হাতে মেহেরপুরের সোয়েম হোসেন আসিফ ৫ বাউন্ডারি ও ১ ওভার বাউন্ডারিতে ৭৮ বলে ৪৬, রাকিক ইসলাম ২৬ ও বিপুল জোয়ারদার অপরাজিত ১৯ রান করেন।
বল হাতে বরিশালের আলী মুসান জায়াদ ও জাহিদুল হক ২টি করে উইকেট দখল করেন।
আজ একই মাঠে সকাল ৯টায় মুখোমুখি হবে খুলনা ও মেহেরপুর জেলা।