নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ি বাজারে ট্রেডিং কপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-র পণ্য বিক্রয়কেন্দ্রের ম্যানেজার জাহিদুল ইসলামকে মারধর করে তালা ঝুলিয়ে দেয় একদল দুর্বৃত্ত। আর এতে বন্ধ হয়ে যায় পণ্য বিক্রি। পরে পুলিশ ওই তালা খুলে দিলে তা আবার বিতরণ শুরু হয় বলে জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, কাতলাগাড়ি বাজারের স্থানীয়দের মধ্যে নির্ধারিত কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি শুরু করে স্থানীয় ডিলার মামা-ভাগ্নে ট্রেডার্স। বৃহস্পতিবার জহুরুল ইসলাম, অনিক, লালু শেখ ও রাসেলসহ ৭-৮জন যুবক পণ্যবিক্রিতে বাধা দেন। তারা ম্যানেজারকে মারধর করে গুদামে তালা ঝুলিয়ে দেন।
টিসিবি ডিলার ও মামা-ভাগ্নে স্টোরের মালিক সোহাগ হোসেন বলেন, ওই যুবকদের মধ্যে একজন নিজেকে সমন্বয়ক এবং আরকেজন জামায়াতকর্মী বলে পরিচয় দেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)কে জানালে তিনি পুলিশ পাঠিয়ে তালাবদ্ধ গুদাম খোলার ব্যবস্থা করেন। তারপর পুনরায় পণ্য বিক্রয় শুরু হয়। এর আগেও ওইসব যুবক টিসিবি পণ্যবিক্রিতে বাধা দিয়েছিল যা এলাকাবাসী জানে।
শৈলকুপার ইউএনও স্নিগ্ধা দাসের কাছে জানতে চাইলে তিনি জানালেন, তিনি অতি দ্রুত পুলিশ পাঠিয়ে তালাবদ্ধ গুদাম খুলে দিতে শৈকুপা থানার ওসিকে নির্দেশনা দিয়েছেন। অভিযুক্ত কাউকে ছাড় দেয়া হবে না বলে জানান ইউএনও।