শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শনিবার ঝিনাইদহের শৈলকূপা উপজেলার শেখপাড়া দুঃখী মাহমুদ কলেজে আলোচনা ও সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষকদের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-১ আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ দবির উদ্দিন জোয়ার্দার। এছাড়া কলেজ কমিটির সভাপতি ওসমান গণি, অধ্যক্ষ আসাদুর রহমান শাহিন, উপাধ্যক্ষ মশিউর রহমান বক্তব্য রাখেন। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হয়।