হরিণটানা প্রতিনিধি: শুক্রবার দুপুরে খুলনার বটিয়াঘাটা থানাধীন শৈলমারী নদীতে এলাকাবাসীর উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিভিন্ন অঞ্চল থেকে আসা নৌকা অংশগ্রহণ করে। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিআরডি মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. প্রশান্ত কুমার রায়, শিল্পপতি প্রফুল্ল কুমার রায়, আওয়ামী লীগ খুলনা জেলা শাখার সদস্য আজগর আলী বিশ্বাস তারা, জলমা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নারায়ণ সরকার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু, আওয়ামী লীগ নেতা নিত্যানন্দ বৈরাগী, ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম রিংকু, যুবলীগ নেতা আজহারুল ইসলাম, প্রগতি মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সুরঞ্জন সুতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা শেখ আনোয়ার হোসেন।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, আওয়ামী লীগ নেতা হরিচাঁদ ঢাকইদার। প্রতিযোগিতায় প্রথম হন আজগর আলী বিশ্বাস (রতœ তরী), ২য় সুরঞ্জন সুতারের (স্বপ্ন তরী), ৩য় সুজিত কুমার রায়ের (কপোতাক্ষ পঙ্খীরাজ)।