শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে উপজেলা সমাবেশ-২০২২ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আনসার ভিডিপি’র উপজেলা কর্মকর্তা নার্গীস পারভীন। প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩০ আনসার ব্যাটলিয়নের অধিনায়ক এনামুল খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাতক্ষীরা জেলা কমান্ডার মোর্শেদা খানম, শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাঈদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ণ দলনেতাগণ প্রতিবেদন পাঠ করেন। এ সময় উপজেলার ১২ টি ইউনিয়নের দলনেতা, কমান্ডার ও সদস্য-সদস্যাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিদের ক্রেস্ট দিয়ে সম্মাননা পুরস্কার ও দলনেতাদের পুরস্কৃত করা হয়।
আরও পড়ুন: ঝিনাইদহে ফুটবল নিয়ে সংবাদ সম্মেলন