শ্যামনগর ও দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর ও দেবহাটায় মোহনা টিভি’র ১৩ প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব হল রুমে মোহনা টিভির প্রতিনিধি শেখ আফাজালুর রহমানের সঞ্চালনায় প্রেসক্লাব সভাপতি জিএম আকবর কবীরের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে কেক কাটা ও আলোচনা বক্তব্য রাখেন সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি ও সদর ইউপি চেয়ারম্যান এ্যাড. জহুরুল হায়দার বাবু।
বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর ইসলাম, দৈনিক মানবজমিন প্রতিনিধি জাহিদ সুমুন, পূর্বাঞ্চল প্রতিনিধি গাজী সালাউদ্দিন বাপ্পি, সমকাল প্রতিনিধি সামিউল আলম মনির, কাফেলা প্রতিনিধি ও ইউপি সদস্য এসকে সিরাজ, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আলমগীর সিদ্দিকী।
এছাড়া দেবহাটা উপজেলা প্রতিনিধি আরকে বাপ্পার সার্বিক ব্যবস্থাপনায় দেবহাটা রিপোটার্স ক্লাব চত্বর থেকে র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রতিনিধি আরকে বাপ্পা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সহকারী অধ্যাপক জাফর ইকবাল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন ডাবলু, সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, দেবহাটা জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কেএম রেজাউল করিম, সহ-সভাপতি মজনুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবীর হোসেন লিয়ন, রিপোর্টার্স ক্লাবের কার্য্যকরী সদস্য সাইফুল ইসলাম, ব্যবসায়ী শওকত হোসেন লাচ্চু প্রমুখ।