নিজস্ব প্রতিবেদক
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শ্রাবণী ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার বিকেলে যশোর শহরের লোন অফিস পাড়ায় ও আদর্শ স্কুলে ২০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ সামগ্রীর প্রতিটি পরিবারকে পোলাও চাল, তেল, সেমাই, চিনি দেয়া হয়।
এইসময় উপস্থিত ছিলেন শ্রাবণী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শ্রাবণী রায়সহ শ্রাবণী ফাউন্ডেশনের এডমিন ও মডারেটরগণ। আগামীতেও সকল সুবিধাবঞ্চিতের জন্য শ্রাবণী ফাউন্ডেশনের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রতিষ্ঠাতা শ্রাবণী রায় জানান।
