নিজস্ব প্রতিবেদক
গত কয়েকদিনে যশোরে শীত জেঁকে বসেছে। কনকনে ঠান্ডা ও মাঝেমধ্যে দুপুরেও সূর্যের দেখা মিলছেনা। এতে শীতার্ত মানুষ ঠান্ডার কষ্টসহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন। এই জেলায় প্রতিবারের মতো এবারও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে শ্রাবনী ফাউন্ডেশন।
কম্বল পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছে শীতে কাতর মানুষ। মঙ্গলবার বিকেলে শহরের রেলস্টেশন এলাকায় ফাউন্ডেশনটির পক্ষ থেকে অর্ধ শতাধিক দুস্থ অসহায় মানুষের মাঝে প্রথম ধাপে এ কম্বল বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন শ্রাবণী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রাবনী রায় সহ ফাউন্ডেশনটির এডমিন মডারেটরগণ।
শ্রাবণী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রাবনী রায় বলেন, ফাউন্ডেশন আর্থ-সামাজিক উন্নয়ন, সমাজ সংস্কার এবং পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিয়ে যেতে নানা কর্মকাণ্ড পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় শহরের রেলওয়ে ষ্টেশনে প্রথম ধাপে অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হলো। শ্রাবনী ফাউন্ডেশনের এই কম্বল বিতরণ কার্যক্রমটি অব্যাহত থাকবে।
