আন্তর্জতিক ডেস্ক
প্রথমবারের ভোট গণনায় কাউকে এককভাবে প্রেসিডেন্ট ঘোষণা করতে পারেনি শ্রীলঙ্কা। দ্বিতীয় দফা ভোট গণনার পর অবশেষে বিজয়ী ঘোষণা করা হয়েছে মার্কসবাদী অনূঢ়া কুমারা দিশানায়েকেকে। আজ রোববার রাত ৮টার দিকে দেশটির নির্বাচন কমিশন এই ঘোষণা দিয়েছে।
ঘোষণা অনুযায়ী, গতকাল শনিবার অনুষ্ঠিত ওই নির্বাচনে অনূঢ়া কুমারা দিশানায়েকে ৪২ দশমিক ৩১ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিরোধী দল এসজেবির নেতা সাজিথ প্রেমাদাসা পেয়েছেন ৩২ দশমিক ৭৬ শতাংশ ভোট। গণনায় ১৭ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন বর্তমানে ক্ষমতাসীন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।
গতকাল ভোট গ্রহণের পর আজ প্রথম দফা ভোট গণনায় দেখা যায়—কোনো প্রার্থীই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাননি। এ অবস্থায় দ্বিতীয় দফায় ভোট গণনার পর আজ রাতে শ্রীলঙ্কার নির্বাচন কমিশন এনপিপি জোটের নেতা অনূঢ়া কুমারা দিশানায়েকেকে বিজয়ী ঘোষণা করেছে।
ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোট জানিয়েছে, এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার সকালে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন অনূঢ়া কুমারা দিশানায়েকে।
২০২২ সালে তীব্র গণ-আন্দোলনের মুখে শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পতন ঘটে। খাদ্য ও জ্বালানিসহ নিত্যপণ্যের তীব্র সংকটের প্রতিবাদে শ্রীলঙ্কার সাধারণ মানুষ রাজপথে নেমে এলে তা একসময় গণ–আন্দোলনে রূপ নেয়। বিক্ষুব্ধ মানুষেরা প্রেসিডেন্টের বাসভবন দখল করে নিলে গোতাবায়া দেশ ছেড়ে পালান। পরে রনিল বিক্রমাসিংহকে প্রেসিডেন্ট নির্বাচিত করে দেশটির সংসদ।