নিজস্ব প্রতিবেদক
যশোরের শীর্ষ সন্ত্রাসী ভাইপো রাকিবকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় ৯ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। তদন্ত কর্মকর্তা এসআই চঞ্চল কুমার বিশ্বাস আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন।
চার্জশিটভুক্ত আসামিরা হলেন, শংকরপুর পশু হাসপাতাল এলাকার মৃত পিয়ারু কাজীর ছেলে ও পুলেরহাট এলাকার বাসিন্দা কাজী তারেক, চাঁচড়া জামতলা এলাকার তারেকের ছেলে তানভীর, মৃত জলিল মুন্সির ছেলে রিয়াজ, চাঁচড়া রায়পাড়ার তৈয়ব আলীর ছেলে সাব্বির, শংকরপুর সার গোডাউনের পেছনের মৃত আফজাল কাজীর ছেলে আকাশ, ইসকেনের ছেলে ইয়াসিন, বেজপাড়া টিবি ক্লিনিক মোড়ের কানা বাবুর ছেলে সুমন ওরফে ট্যাটু সুমন, সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে ভাগ্নে হৃদয়, এবং চানপাড়ার মৃত জালাল মোল্যার ছেলে হাসান মোল্যা।
মামলার অভিযোগে জানা যায়, রাকিব চাঁচড়া বাবলাতলা মোড়ে মাছের পোনার ব্যবসা করতেন। আসামিরা ওই এলাকায় মাদকদ্রব্য বিক্রি করত। রাকিব মাদক বিক্রিতে বাধা দেওয়ায় আসামিরা তার ওপর ক্ষিপ্ত হয়। চলতি বছরের ১৯ জানুয়ারি রাত পৌনে ১০টার দিকে রাকিব নিজ বাড়িতে অবস্থান করছিলেন। সে সময় আসামি তানভীর কথা আছে বলে তাকে ডেকে বাইরে নিয়ে যায়। রাকিব রাস্তায় বের হওয়ার সঙ্গে সঙ্গে আসামি কাজী তারেকের নির্দেশে ইমন তার ওপর টানা দুটি গুলি চালায়। গুলি দুটি রাকিবের বুকের দুই পাশে বিদ্ধ হয়। এরপর আরও দুটি গুলি করা হলে একটি লাগে তার বাম বাহুতে এবং অপরটি লক্ষ্যভ্রষ্ট হয়। গুলির শব্দে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় রাকিবকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আহত রাকিবের মা ফয়জুন্নাহার বাদী হয়ে কোতোয়ালি থানায় ৮ জনের নাম উল্লেখ করে ও কয়েকজন অজ্ঞাতনামাকে আসামি করে হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।
তদন্ত শেষে আটক আসামিদের দেওয়া স্বীকারোক্তি ও সাক্ষীদের বক্তব্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় পুলিশ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। চার্জশিটে আসামিদের মধ্যে ইয়াসিন, ট্যাটু সুমন ও সাব্বিরকে পলাতক দেখানো হয়েছে।
সন্ত্রাসী ভাইপো রাকিবকে গুলি করে হত্যাচেষ্টা, ৯ জনের নামে চার্জশিট
০ Views