নিজস্ব প্রতিবেদক
শুক্রবার বিকাল চারটায় যশোরের স্টেডিয়াম গ্যালারিস্থ সপ্তাহে একটি বই পড়ি কার্যালয়ে অনুষ্ঠিত হলো ক্যারিয়ার বিষয়ক বিশেষ আলোচনা সভা। এবারের আলোচনার বিষয় ছিল “ক্যারিয়ার দিকনির্দেশনা: স্বপ্ন থেকে সাফল্য”। অনুষ্ঠানে প্রধান অতিথি ও ইনফ্লুয়েন্সার হিসেবে উপস্থিত ছিলেন সরকারের উপসচিব ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ঢাকার পরিচালক এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম। সভাপতিত্ব করেন সপ্তাহে একটি বই পড়ির প্রতিষ্ঠাতা ও সরকারি মাইকেল মধুসূদন কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহ্জাহান কবীর।
উদ্বোধনী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন পাঠচক্রের সদস্য জান্নাতুল ফাইরুজ ফোয়ারা। স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রাক্তন সাধারণ সম্পাদক হরিদাস বিশ্বাস।
প্রধান অতিথি ও ইনফ্লুয়েন্সার তাঁর বক্তব্যে বলেন, তরুণ প্রজন্মের সবচেয়ে বড় শক্তি হলো তাদের স্বপ্ন। সঠিক পরিকল্পনা, সময় ব্যবস্থাপনা এবং দিকনির্দেশনার মাধ্যমেই সেই স্বপ্নকে বাস্তবায়িত করা সম্ভব। তিনি তরুণদেরকে ইতিবাচক চিন্তা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের মাধ্যমে ক্যারিয়ার গঠনের আহ্বান জানান।
অনুষ্ঠানে তাঁর লেখা গ্রন্থ “স্বপ্নচারী এক ঘন্টার পকেট বুক” নিয়ে তাৎক্ষণিক লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে তাৎক্ষণিক পরীক্ষায় বিজয়ী হরিদাস বিশ্বাস, সাইফুল ইসলাম ও জান্নাতুল ফাইরুজ ফোয়ারাকে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি।
সমাপনী বক্তব্যে সভাপতি শাহ্জাহান কবীর বলেন, “ক্যারিয়ার সম্পর্কিত আয়োজন জীবনের জন্য উন্নত জীবন গঠনেরপ্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে। নিয়মিত বই পাঠের পাশাপাশি তরুণ প্রজন্মের মাঝে ইতিবাচক প্রভাব সৃষ্টির জন্য এ উদ্যোগ অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে উপস্থিত পাঠচক্রের সদস্যরা জানান, আজকের এই আয়োজন তাদের জন্য ছিল অনুপ্রেরণার এক মহামিলন, যা ভবিষ্যৎ পরিকল্পনায় সহায়ক হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাঠচক্রবন্ধু খালিদ হাসান মৃধা।