সাতক্ষীরা জেলা প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের মধ্যে প্রথম দিনে ১ ও ২ আসনের ২৩ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। রোববার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে ঋণখেলাপি হওয়ার কারণে সাতক্ষীরা সদর-২ আসনের সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আব্দুল আজিজের মনোনয়নপত্র বাতিল করা হয়। তার নির্বাচনী প্রতিক ছিল ঘড়ি।
জেলা নির্বাচন অফিসার আতিকুল ইসলাম জানান, সাতক্ষীরা-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেন ১২ জন প্রার্থী। এই আসনের সকল প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাদের সবকটিই বৈধ বলে বিবেচিত করা হয়েছে। অপরদিকে, সাতক্ষীরা সদর-২ আসনে ১১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে যাচাই-বাছাই শেষে মুক্তিজোটের প্রার্থী আব্দুল আজিজ সোনালী ব্যাংকসহ কয়েকটি ব্যাংকে ঋণখেলাপি হওয়ায় তার মনোনয়ন পত্র বাতিল করা হয়। এছাড়া অপর ১০ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে।
তিনি আরো জানান, বাকি দুই আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে, মনোনয়ন বাতিলের বিষয়ে সাতক্ষীরা সদর উপজেলার শিয়ালডাঙ্গা গ্রামের বাসিন্দা সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আব্দুল আজিজ জানান, ‘তিনি ঋণ খেলাপী নন। তার কাছে সোনালি ব্যাংকের পাওনা ১৮ হাজার টাকা এবং জনতা ব্যাংকের পাওনা ২ লাখ টাকা। তিনি নিয়মিত তাদের টাকা পরিশোধ করে যাচ্ছেন বলে দাবী করেন।’ রিটার্নিং কর্মকর্তার এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আপিল করবেন বলে জানান।
