সাতক্ষীরা জেলা প্রতিনিধি: জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা কমিটির আবারও চেয়ারম্যান হলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর জ্যোৎস্না আরা। জ্যোৎস্না আরাকে চেয়ারম্যান করে পাঁচ সদস্য বিশিষ্ট জেলা কমিটির অনুমোদন দেয়া হয়েছে। কমিটির সদস্যরা হলেন, অ্যাড. ফরিদা আক্তার বানু, ফারজিনা নাহিদ নিগার, তানিয়া সুলতানা ও রুমা রাণী বরকন্দাজ।
জ্যোৎস্না আরাকে আবারও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা কমিটির চেয়ারম্যান করায় সাতক্ষীরার বিভিন্ন নারী সংগঠন ও সাতক্ষীরাবাসী রাষ্ট্রপতি আব্দুল হামিদ এ্যাডভোকেট, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুনেসা ইন্দিরা, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মািক্তযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে।
আরও পড়ুন: যশোরে আফজাল হত্যা মামলার দুই আসামি রিমান্ডে