ঝিনাইদহ প্রতিনিধি
সাতক্ষীরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার সাজাপ্রাপ্ত আসামি আলাউদ্দিন (৪৩) নামে একজনকে চুয়াডাঙ্গার দর্শনা থেকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র্যাব-৬। শনিবার গভীর রাতে দর্শনার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আলাউদ্দিন সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কিসমত ইলিশপুর গ্রামের বাসিন্দা।
রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে ঝিনাইদহ ক্যাম্পের স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন জানান, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার গাড়িবহর সাতক্ষীরার কলারোয়া থানা এলাকায় পৌঁছালে হামলা চালায় সন্ত্রাসীরা। আলাউদ্দীন ওই ঘটনায় করা পৃথক তিন মামলার ১৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি।
আলাউদ্দিন আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবত পালিয়ে বেড়াচ্ছিল। গ্রেফতারকৃত আসামিকে আইনি ব্যবস্থা গ্রহণ করতে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
