সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সাতক্ষীরাসহ দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে পাবনার জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা আফরোজা আখতারকে সাতক্ষীরার জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি ২৮তম বিসিএস এর প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা।
শনিবার (৮ নভেম্বর) দিবাগত মধ্য রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রসঙ্গত, সাতক্ষীরার বর্তমান জেলা প্রশাসক মোস্তাক আহমেদ যুগ্ম সচিব পদে পদোন্নতির পর বদলীর আদেশের অপেক্ষায় ছিলেন।
