সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরা আহ্ছানিয়া মহিলা মিশনের উদ্যোগে ফ্রি হোমিও দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা পলাশপোল এলাকায় মহিলা মিশনের অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মিশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বলের সভাপতিত্বে ফ্রি হোমিও দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন ঘোষণা করেন, নলতা রওজা শরীফের খাদেম আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক এনামুল হক। বক্তব্য দেন, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের কর্মকর্তা আবুল ফজল, নলতা শরীফ শাহী জামে মসজিদের পেশ ইমাম সামছুল হুদা, আওলাদে ওলি আশরাফুল হক, রজব আলী, নজরুল ইসলাম, লিয়াজো কমিটির সদস্য আবুল কাশেম, আব্দুল হামিদ, মাহবুবুর রহমান, সাতক্ষীরা আহ্ছানিয়া মহিলা মিশনের সভাপতি কামরুন্নাহার, সাধারণ সম্পাদক মাহমুদা সুলতানা বেগম, সেলিনা আহমেদ, তাসলিমা খাতুন শিল্পি, মেহেরুননেছা প্রমুখ।
অনুষ্ঠান শেষে নলতা রওজা শরীফের খাদেম আব্দুর রাজ্জাক নিজ বাড়ির সীমানার মধ্যে সাতক্ষীরা আহ্ছানিয়া মহিলা মিশনের জন্য দেড় শতাংশ জমি দান করেন।