সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ মে বেলা ১১টায় সদর উপজেলা ডিজিটাল কনফারেন্স রুমে জেলা আওয়ামী লীগের আহবানে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হকের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের সঞ্চালনায় কার্যনির্বাহী কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
সভায় বিগত সভার সিদ্ধান্তবলী পঠন ও অনুমোদন, দাখিলকৃত উপজেলা আওয়ামী লীগের কমিটি অনুমোদন। সাংগঠনিক দায়িত্ব বন্টন, দলীয় বিভেদ ও দ্বন্দ্ব নিরসনসহ বিবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সভায় আগামী ১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে অধ্যাপক আবু আহমেদকে আহবায়ক ও সৈয়দ ফিরোজ কামাল শুভ্রকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। একই সাথে জুনের প্রথম সপ্তাহে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিততিতে সদর উপজেলা, শহর ও পৌর শাখার সকল পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হবে বলে সিদ্ধান্ত হয়। এ সময় দলের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।