কল্যাণ ডেস্ক
সুন্দরবনের জীববৈচিত্র্য নিয়ে করমজলে চালু হয়েছে বনবিভাগের ‘ইন্টারপ্রিটেশন অ্যান্ড ইনফরমেশন সেন্টার’। এর উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। শনিবার তিনি করমজলে নবনির্মিত বনবিভাগের এ তথ্য কেন্দ্রটির উদ্বোধন করেন। এ সময় তিনি করমজলের অভ্যন্তরের নলবুনিয়া খালের ওপর নির্মিত ঝুলন্ত ব্রিজেরও উদ্বোধন করেন। এছাড়া করমজল কুমির প্রজনন কেন্দ্রের প্যানে (কৃত্রিম পুকুর) থাকা ছয়টি প্রাপ্ত বয়স্ক কুমির প্রজননের জন্য কেন্দ্রটির বড় পুকুরে অবমুক্ত করেন।
করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, সুন্দরবনে পরিবেশবান্ধব পর্যটন (ইকোট্যুরিজম) সুবিধা সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ১ কোটি টাকা ব্যয়ে তথ্যকেন্দ্রটি নির্মাণ হয়েছে। এখানে সুন্দরবনের সব জীববৈচিত্র্যের তথ্যাদি সংরক্ষণ করা হবে। এরই মধ্যে এ তথ্যকেন্দ্রে বাঘ ও কুমিরের স্কেলিটন স্থাপন হয়েছে। সংরক্ষণ করা হয়েছে তিমির কঙ্কালসহ পাখি, বনবিড়াল, বনমুরগি, অক্টোপাস, সজারু পোটকা, ফ্লাইংফিস, সামুদ্রিক পোকা।
আজাদ কবির আরও বলেন, দ্বিতল বিশিষ্ট এ ভবনের তথ্য কেন্দ্রে পুরো সুন্দরবনের গাছপালা, মাছ, পশু-পাখিসহ সব জীববৈচিত্র্যের প্রতিকৃতি/নমুনা/মমি/স্কেলিটন সংরক্ষণ করা হবে। দর্শনার্থীদের কাছে উপভোগ্য, শিক্ষা ও গবেষণার কেন্দ্র হবে এটি। এছাড়া পুরো সুন্দরবনের মধ্যে একমাত্র এ তথ্যকেন্দ্রটি বনবিভাগে সবচেয়ে বড় স্থাপনা।
এ বন কর্মকর্তা বলেন, আগত দর্শনার্থীদের এ তথ্য কেন্দ্রে ঢুকতে অতিরিক্ত ২৩ টাকা ফি দিতে হবে বনবিভাগকে। যা করমজল ভ্রমণ খরচ থেকে আলাদা।
সর্বশেষ
- সাত দফা দাবিতে জাগপা যশোরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
- ৫ দফা দাবিতে যশোরে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
- শার্শার গোগায় উঠান বৈঠকে তারেক রহমানের বার্তা পৌছে দিলেন তৃপ্তি
- সবজিতে কিছুটা স্বস্তি, ঘোষণার আগেই তেলের দাম বৃদ্ধি
- জাতীয় যুবশক্তি যশোর শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত
- নড়াইলে পচকের মামলায় সাজাপ্রাপ্ত বিছালী ইউপি চেয়ারম্যান গ্রেফতার
- ক্রিকেটারদের দিয়ে দলাদলি করানো খুবই দুঃখজনক: ক্রীড়া উপদেষ্টা
- এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের মাঝামাঝি