নিজস্ব প্রতিবেদক
যশোর ক্রিকেটের ঐতিহ্যবাহী দল জাগরণী সংসদ। চলমান প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম দুই ম্যাচ হেরে প্রথম বিভাগে নেমে যাওয়ার শঙ্কায় পড়েছিল দলটি। তবে তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় দলটি। মাঝে চতুর্থ ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচ বৃষ্টিতে পন্ড হতে চলেছিল। তবে শেষ পর্যন্ত বৃষ্টি বাধা উপেক্ষা করে জয় তুলে নেয় ঝিকরগাছার দলটি। শামস্-উল-হুদা স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে সর্বশেষ আসরের রানার্সআপ আরএন রোড ক্রীড়া চক্রকে ৭ উইকেটে পরাজিত করে খাতা-কলমে সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে সৈয়দ রাসেল-নয়নদের টিম বলে পরিচিত ক্লাবটি।
লিগের ‘খ’ গ্রুপ থেকে এখনো কোন দলেরই সুপার নিশ্চিত হয়নি। জাগরণীর সাথে সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা রয়েছে আরএন রোড ক্রীড়া চক্র, প্রদিপ্তপথ ক্রিকেট একাডেমি ও ম্যাগপাই ক্লাবের। এই চার দলের সমান ৫ পয়েন্ট। এরপমধ্যে তিন ম্যাচ খেলা প্রদিপ্তপথ কিছুটা এগিয়ে রয়েছে। আরএন রোড ও ম্যাগপাই ক্লাবের রয়েছে একটি ম্যাচ। তবে জাগরণী সংসদের আর কোন ম্যাচ না থাকায় অন্যদের জয় পরাজয়ের দিকে তাকিয়ে থাকতে হবে দলটির।
এদিন পিচ ভেজা থাকায় নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর বল মাঠে গড়ায়। তাতে ৪৩ ওভার নেমে আসা ম্যাচে জাগরণী সংসদ প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় আরএন রোড ক্রীড়া চক্র। তবে মিডল অর্ডার ব্যাটার শেখ আকাশের ফিফটিতে ২৮ ওভার ৩ বলে সব কয়টি উইকেট হারিয়ে ৯৮ রান করে। জবাবে জাগরণী ব্যাট করতে নেমে ১১ ওভার ২ বলে ৪০ রান করার পর বৃষ্টি শুরু হয়। বৃষ্টির পর খেলা শুরু হলে প্যারাবোলা ম্যাথডে জাগরণীর সামনে ২৪ ওভারে ৬৯ রানে নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়। তাতে ১২ ওভার ২ বলে তাদের প্রয়োজন ছিল ২৯ রান। এই রান করতে পাঁচ ওভারের বেশি সময় নেননি দুই অপরাজিত ব্যাটার মঈনুল ইসলাম সোহেল ও এনামুল। ১৬ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে তারা।
ব্যাট হাতে আরএন রোড ক্রীড়া চক্রের শেখ আকাশ ৫০ বলে ৬টি চার ও ২টি ছয়ে ৫৬, মিকাইল ৩৩ বলে এক ছয়ে ১৫ রান করেন। এরপাশে আর কেউ দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেনি। জাগরণী সংসদের মাহমুদুল রনি জাগরণী ৫ ওভারে ১৫ রানে ৪টি, বহিরাগত কোটায় খেলা সাতক্ষীরায় এনামুল ইসলাম ২৬ রানে ৩টি, নাঈমুল ইসলাম ও নয়ন রায় ১টি করে উইকেট দখল করেন।
জাগরণী সংসদের মঈনুল ইসলাম সোহেল ১৫ বলে ৩টি চারে ১৭* ও এনামুল ১২, নিপুন ১৬ রান করেন। আরএন রোড ক্রীড়া চক্রের রাহুল, তাজ ও নাঈম একটি করে উইকেট দখল করেন।
