কামাল হাওলাদার, কোটচাঁদপুর: কোটচাঁদপুর উপজেলায় বসবাসরত শতভাগ মানুষ আর্সেনিকমুক্ত সুপেয় পানি পান করছেন। জনস্বাস্থ্য প্রকৌশলী জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০১৯-২০ অর্থ বছর থেকে সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে সরকার কর্মসূচি হাতে নেয়। এরই অংশ হিসেবে কোটচাঁদপুর উপজেলার ৫টি ইউনিয়নে সমানুপাতিক হারে ১৩০টি গভীর নলকূপ বসানো হয়েছে। মাত্র ১০ হাজার টাকার বিনিময়ে নলকূপের গোড়া পাকা করে গড় ৪১০ ফুট গভীর থেকে সাবমার্সিবল পাম্পের মাধ্যমে পানি উপরে উঠানো হয়। সাথে সাথে পাকা স্ট্যান্ড নির্মাণ করে পানি রাখার জন্য ১ হাজার লিটার ধারণ ক্ষমতার ট্যাংক স্থাপন করা হয়। করা হয়েছে ভূগর্ভস্থ পানির পরীক্ষা-নিরীক্ষা। পরীক্ষায় যে রাসায়নিক উপাদান পাওয়া গেছে তার মাত্রা সহনীয়। এছাড়া আরও ২৬০টি অগভীর নলকূপের কাজ চলমান রয়েছে। এর মধ্যে অগভীর নলকূপ নিতে খরচ মাত্র ২ হাজার ৫০০ টাকা। সাধারণ অগভীর ১ হাজার ৫০০ টাকা। এ সমস্ত নলকূপে কোথাও আর্সেনিক পাওয়া যায়নি।
প্রকৌশলী জিল্লুর রহমান বলেন, চলতি জুন মাসের মধ্যেই সকল নলকূপ স্থাপনের কাজ শেষ হবে। জুনের পরে পুনরায় বরাদ্দ আসলে নতুন করে প্রকল্পের কাজ শুরু হবে।
উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি বলেন, যারা এতদিন সুপেয় পানির জন্য কষ্ট করছিলেন তাদেরকেই এ নলকূপ দেয়া হয়েছে। বরাদ্দ পেলে পুনরায় যাচাই-বাছাই করে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে গভীর ও অগভীর নলকূপ দেয়ার ব্যবস্থা করা হবে।
পৌর মেয়র সহিদুজ্জামান সেলিম দৈনিক কল্যাণকে জানান, পৌর এলাকার ৫৫ হাজার মানুষের মাঝে উচ্চ ক্ষমতাসম্পন্ন ৬টি পাম্পের মাধ্যমে নিরবিচ্ছিন্নভাবে আর্সেনিকমুক্ত সুপেয় পানি সরবরাহ করা হচ্ছে। যে কারণে পৌর এলাকার মানুষের পানির কোন সংকট নেই।