পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় কিশোর কিশোরীদের মাদকের কুফল থেকে রক্ষা করতে সচেতনামূলক কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রশাসন। সাম্প্রতিক সময়ে স্কুলগামী কিশোররা মাদকসক্ত হয়ে পড়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন এলাকাবাসী।
এলাকার উঠতি বয়সের ছেলেমেয়েরা মাদকের ব্যবহার থেকে শুরু করে বিভিন্ন ধরনের ছোট খাটো অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা কাজ করছিল। এমন পরিস্থিতির মধ্যে কিশোর-কিশোরীদের মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে উদ্যোগ নিলেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। কাজের ফাঁকে ফাঁকে ছুটে যাচ্ছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তিনি কখনো শ্রেণীকক্ষে কখনো আবার সমাবেশে হাজির হয়ে শিক্ষার্থীদের সামনে তুলে ধরছেন মাদকের ভয়াবহতা। এ ধরনের কর্মসূচির মাধ্যমে মাদকের কুফল সম্পর্কে ধারণা পাচ্ছেন শিক্ষার্থীরা।
ইউএনও মমতাজ বেগম মঙ্গলবার সকালে গদাইপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মাদকের কুফল সম্পর্কে ধারণা দেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামানসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন