নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও নিরহ ছাত্র হত্যাকারীদের বিচারের দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার দুপুর ১২টায় ছাত্রদল ও ২টায় যুবদল শহরের প্রাণকেন্দ্র দড়াটানা থেকে পৃথক বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মণিহারে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল থেকে শেখ হাসিনার ফাঁসির দাবি জানিয়ে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়। বিক্ষোভের নেতৃত্ব দেন জেলা যুবদলের সভাপতি তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, ছাত্রদলের সভাপতি রাজিদূর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি ও সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন প্রমুখ।
এদিন বিকেল ৫টায় লালদিঘী পাড়স্থ বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল করে জেলা স্বেচ্ছাসেবক দল। মিছিলের নেতৃত্ব দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল।
এসময় নেতৃবৃন্দ বলেন, একটি পতিত স্বৈরাচার সরকারকে পুনর্বাসন করার চেষ্টা করছে স্বরাষ্ট্র উপদেষ্টা। তার এই অপচেষ্টা বাংলার মানুষ কখনো সফল হতে দেবে না। ভবিষ্যতে কেউ এ রকম করলে হাসিনার মত তাকে উৎপাটন করা হবে।
