ঢাকা অফিস
হঠাৎ করেই ফেসবুকে প্রবেশ করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন অসংখ্য ব্যবহারকারী। বাংলাদেশ সময় আজ মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যমটিতে চেষ্টা করেও প্রবেশ করা সম্ভব হয়নি। অনেকের ক্ষেত্রেই দেখা গেছে, স্বয়ংক্রিয়ভাবেই ফেসবুক থেকে লগ–আউট হয়ে গেছেন তাঁরা। পাসওয়ার্ড দিয়েও আর প্রবেশ করা যাচ্ছে না।
প্রকৃত ঘটনা জানতে তাৎক্ষণিকভাবে গুগল করেও এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাক্সে দেখা গেছে, বিশ্বজুড়েই এই সমস্যার মুখোমুখি হয়েছেন ব্যবহারকারীরা। ‘ফেসবুকডাউন’ হ্যাশট্যাগে অসংখ্য অভিযোগ জানিয়েছেন অ্যাক্স ব্যবহারকারীরা। বিষয়টি নিয়ে এই মাধ্যমটিতে অনেককে ট্রল করতেও দেখা গেছে।
রাত সাড়ে ৯টার দিকে ভ্যারাইটির এক প্রতিবেদনে ফেসবুকসহ মেটা কোম্পানির অন্তর্ভুক্ত ইনস্টাগ্রামও ডাউন হয়ে গেছে। তবে কী কারণে এই পরিস্থিতি তা জানাতে পারেনি পত্রিকাটি।
এ বিষয়ে বিস্তারিত আরও আসছে…