ক্রীড়া ডেস্ক : ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীরকে হত্যার হুমকি দিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। গৌতম ক্ষমতাসীন দল বিজেপির সংসদ সদস্য।
খবরে বলা হয়, গম্ভীরকে ইসলামিক স্টেটের কাশ্মীর শাখা হত্যার হুমকি দিয়েছে।
হত্যার হুমকি পাওয়ার পর গম্ভীর পুলিশের কাছে অভিযোগ করেছেন।
ভারতের সাবেক ক্রিকেটারের গৌতম গম্ভীর দাবি, ইমেলের মাধ্যমে তাকে হুমকির বার্তা পাঠানো হয়। এ ইমেইলে তাকে এবং তার পরিবারকে খুনের হুমকি দেওয়া হয়েছে।
বিজেপির এ সংসদ সদস্যের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে পুলিশ। একইসঙ্গে গৌতম গম্ভীরের রাজেন্দ্রনগরের বাসভবনের সামনে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (সেন্ট্রাল) শ্বেতা চৌহান বলেন, আমরা গম্ভীরের কাছ থেকে অভিযোগ পেয়েছি। তদন্ত ইতোমধ্যে শুরু হয়েছে। গম্ভীরে বাসভবনের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
গম্ভীরের সহকারী গৌরব আরোরা বলেন, আমরা আইএসআইএস কাশ্মীর থেকে ৯.৩২ মিনিটের দিকে একটি ইমেইল পাই। ওই মেইলে সংসদ সদস্য ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়। আমি এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।
উল্লেখ্য,এর আগেও গম্ভীরকে হুমকি দেওয়া হয়েছিল। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে পূর্ব দিল্লি থেকে বিজেপির হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন ভারতের সাবেক এ ক্রিকেটার।-খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।