কপিলমুনি প্রতিনিধি : পাইকগাছা উপজেলার ইউআরএইচএস উচ্চবিদ্যালয়ে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে একাধিক চাকরি প্রার্থীর কাছ থেকে অর্থ নেয়ার অভিযোগ উঠেছে। নৈশপ্রহরী পদে ৭ লাখ টাকা দিয়েও চাকরি না পেয়ে নিয়োগ বোর্ডের এক সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন মোক্তার হোসেন নামে এক চাকরিপ্রার্থী। মামলার এজাহারে নিয়োগ বোর্ড সদস্য সচিব ও প্রধান শিক্ষক উত্তম কুমার দাসের নাম উল্লেখ করে পাইকগাছা সিনিয়ন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করা হয়েছে। আদালত মামলাটি পিবিআই খুলনাকে তদন্তের নির্দেশ দেন।
মামলায় বলা হয়েছে- প্রধান শিক্ষক উত্তম কুমার দাস অর্থের বিনিময়ে চাকরি দেয়ার প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। তবে ওই বিদ্যালয়ের নিয়োগ কমিটির দাবি, কোন আর্থিক কোনো লেনদেন করা হয়নি। বরং মেধার ভিত্তিতে শিক্ষক ও কর্মচারী মিলে সর্বমোট ৫টি পদে ৫ জনকে নিয়োগ দেয়া করা হয়েছে।
মোক্তার হোসেন বলেন, আমার বাসা সংলগ্ন বিদ্যালয়টিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর নৈশপ্রহরি পদে আমি আবেদন করি। প্রধান শিক্ষক আমাকে ৭ লাখ টাকা দিলে ওই পদে চাকরি প্রদান করা হবে বলে জানান। কিন্তু নিয়োগ পাইনি। পরে জানতে পারি প্রধান শিক্ষকের যোগসাজশে ১০ লাখ টাকার বিনিময়ে প্রশান্ত সরকারকে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ না পেয়ে প্রধান শিক্ষকের কাছে টাকা ফেরত চাইলে তিনি তাৎক্ষডুকভাবে ১ লাখ টাকা ফেরত দেন ও বাকি টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে বিভিন্ন হুমকি ধামকি প্রদান করেন। এমতাবস্থায় আমি ও আমার পরিবার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে পরবর্তীতে আদালতে মামলা করি।
এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক উত্তম কুমার দাস বলেন, আমি ব্যস্ত আছি, পরে কথা বলবো। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ জানান, এমপিওভুক্ত বিদ্যালয়ের জনবল কাঠামো নীতি অনুসরণ করে যথাযথভাবে সকল প্রক্রিয়া সম্পন্ন করে এ নিয়োগ বোর্ড গঠন করা হয় এবং এই নিয়োগ প্রক্রিয়ায় সর্বোচ্চ মেধাবী প্রার্থীকে নিয়োগ প্রদান করা হয়েছে। তবে সার্বিক বিষয়ে দায়িত্বে ছিলেন ডিজির প্রতিনিধি পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেকুজ্জামান। নিয়োগ কমিটির ডিজির প্রতিনিধি পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেকুজ্জামান বলেন, প্রার্থীদের কে আমি চিনি না। প্রধান শিক্ষক প্রার্থীদের ভালো চেনেন। প্রক্সি দিয়ে কোরাম পূরণের ব্যাপারটা তিনিই ভালো জানেন।
আরও পড়ুন: চৌগাছায় খেজুর রস ও গুড়ের ঐতিহ্য রক্ষায় গাছিদের শপথ