হেমন্ত সরকারের ২৩তম মৃত্যুবার্ষিকীতে মঙ্গলবার সকালে নড়াইলে বড়েঙ্গার সমাধিতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। কেন্দ্রীয় কমিটির পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন কেন্দ্রীয় সহ-সভাপতি তোজাম্মেল হোসেন, কেন্দ্রীয় সদস্য ও কৃষক সংগ্রাম সমিতির সভাপতি হাফিজুর রহমান, কেন্দ্রীয় সদস্য ও কৃষক সংগ্রাম সমিতির সাংগঠনিক সম্পাদক কামরুল হক লিকু এবং কেন্দ্রীয় সদস্য ও নড়াইল জেলা সভাপতি আক্তার হোসেন প্রমুখ।
এছাড়া জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নড়াইল জেলা সভাপতি আক্তার হোসেন, কৃষক সংগ্রাম সমিতি নড়াইল জেলা সভাপতি আহম্মদ বিশ্বাস, সাধারণ সম্পাদক হুমায়ন কবির, ট্রেড ইউনিয়ন সংঘের নড়াইল জেলা আহ্বায়ক ইয়াছিন বিল্লাহ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের যশোর জেলা সহ-সভাপতি আশুতোষ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সমীরণ বিশ্বাসের নেতৃত্বে, এলাকাবাসীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এ সময় প্রয়াত বিপ্লবীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও শপথ পাঠ করা হয়।
এরপর সমাধিস্থলে তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। – প্রেসবিজ্ঞপ্তি।