লোহাগড়া প্রতিনিধি
আদালতের ১৪৪ ধারা ভঙ্গ করে নড়াইলের লোহাগড়া উপজেলার রাজাপুর গ্রামে জমির পাট নষ্ট করে দখলের চেষ্টা করা হয়েছে। ওই গ্রামের মৃত কাশেম মোল্যার ছেলে কৃষক ফরিদ মোল্যার এক একর তিন শতক জমির পাট একই গ্রামের মৃত নান্নু মোল্যার ছেলে উতার মোল্যা রিপন এর নেতৃত্বে তার সহযোগিরা শনিবার ট্রাক্টর দিয়ে চাষ করে বিনষ্ট করেছে বলে অভিযোগ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লাহুড়িয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত কাশেম মোল্যার স্ত্রী ঠান্ডা বিবি ২০নং কল্যাণপুর ও ২৫নং বাতাসি মৌজায় এসএ ৯০০, ৮৯৬, ৭০৫ খতিয়ান, ৯৬৫,৯৬৪,৮৬৮ ও ৯৭০ নং দাগ আরএস মাঠ জরিপ ২৭খতিয়ান এবং ডিপি খতিয়ান ৮০১, হাল ৪৩২ ও ৪২৯ দাগে ধানী ১০৮ শতক জমির সত্ত্বপ্রাপ্ত হয়ে সিএস হইতে সরকারি কর-খাজনা পরিশোধ করে ভোগ দখল ও চাষাবাদ করে আসছেন। ওই জমি থেকে গত ৭/১২/১৯৯৬ সালে ঠান্ডা বিবি ১০৩ শতক জমি ৪২০৬ নং দলিলে তার ছেলে ফরিদ মোল্যার কাছে হস্তান্তর করেন। বংশানুক্রমে ওই জমি প্রায় ৯০ বছর ফরিদ মোল্যা ও তার পরিবার ভোগ দখল করে আসছে। উতার মোল্যা জাল জালিয়াতির মাধ্যমে লক্ষীপাশা সাব-রেজিষ্ট্রি অফিসের সিলমোহরকৃত ৪টি দলিল মূলে ৮৮ শতক জমি তার পিতা নান্নু মোল্যা সত্ত্বপ্রাপ্ত দাবি করে বিগত ২০১১ ও ২০১২ সালে কৌশলে একটি আপিল করেন। আপিলে বিবাদীকে কোন প্রকার নোটিশ না করে তঞ্চকির মাধ্যমে আর এস (চূড়ান্ত) ৪৩২ দাগ হতে ৮৮ শতক জমি পৃথক ৮৯৮ খতিয়ানভূক্ত করে সত্ত্বপ্রাপ্ত দাবি করে জমি দখল নেওয়ার চেষ্টা করেন।
ওই নালিশী জমি স্থিতিশীল ও শান্তি বজায় রাখতে গত ২ মে নড়াইলের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ১৪৪ ধারা জারি করেন। আদালতের জারিকৃত নিষেধাজ্ঞা অমান্য করে উতার মোল্যার নেতৃত্বে ১৫ থেকে ২০ জন বহিরাগত ভাড়াটিয়া সন্ত্রাসী উপস্থিত থেকে রাজাপুর গ্রামের এলেম শেখের ছেলে ট্রাক্টর চালক বায়েজিদ শেখ জমিতে ট্রাক্টর দিয়ে সম্পুর্ণ জমির উঠতি (১ফুট লম্বা) পাট ক্ষেত চাষ দিয়ে বিনষ্ট করে। খবর পেয়ে লাহুড়িয়া পুলিশি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক্টর নিয়ে সকলে পালিয়ে যায়।
বক্তব্য নিতে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
এ বিষয়ে লোহাগড়া উপজেলার সহকারী সেটেলমেন্ট অফিসার নিত্যানন্দ চৌধুরী বলেন, এই আপিল মোকদ্দমার সমস্ত নথি যশোর রয়েছে। নথি না দেখে তিনি কিছু বলতে পারবেন না।
লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেলিম উদ্দিন ফসলি জমির পাট ট্রাক্টর দিয়ে চাষ করে বিনষ্টের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটানাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক্টর নিয়ে সকলে পালিয়ে যায়। অপরাধীদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।
সর্বশেষ
- বাগআঁচড়ায় বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
- দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে শার্শা বিএনপি’র প্রস্তুতি সভা
- যশোরে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- রেস্তোরাঁর এসি মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে টেকনিশিয়ানের মৃত্যু
- টাকা ও স্বর্ণালংকার ছিনতাই, সাবেক স্ত্রী ও শাশুড়িসহ তিনজনের নামে মামলা
- আগামী মাসগুলোতে চালের দাম কমে আসতে পারে
- পাকিস্তানকে বিদায় করে ফাইনালে বাংলাদেশ
- বিশেষ বাহিনীর সদস্যকে মারপিট, নারীসহ চারজনের বিরুদ্ধে মামলা