নিজস্ব প্রতিবেদক: গতকাল সোমবার জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উদ্যোগে যশোর জেলার ৩০ জন গণমাধ্যমকর্মী নিয়ে ২ দিনব্যাপী অনলাইন কর্মশালা শুরু হয়েছে। ‘সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ’ শীর্ষক কর্মশালার প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজান উল আলম।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহিন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অথিতি ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) একেএম আজিজুল হক, যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, আর্সেন স্টেফেনিয়ন টিম লিডার, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব আয়েশা আক্তার।
দুই দিনব্যাপী এ কর্মশালায় ৫টি কৌশলপত্র, জাতীয় শুদ্ধাচার কৌশল, তথ্য অধিকার, সেবা প্রদান প্রতিশ্রুতি, অভিযোগ প্রতিকার ব্যবস্থা ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্মন্ধে গণমাধ্যম কর্মীদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।