মোংলা (বাগেরহাট) প্রতিনিধি: মোংলায় বিদেশী গ্যাসের জাহাজ থেকে পাচার হওয়া ৪ হাজার লিটার ডিজেলসহ ২ চোরাকারবারীকে আটক করেছে কোস্ট গার্ড।
কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দফতর) গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম মামুনুর রহমান জানান, রোববার ভোর ৫টার দিকে বন্দরের পশুর নদীর ওমেরা গ্যাস ফ্যাক্টরির জেটি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাই তেল জব্দ ও চোরাকারবারীদেরকে আটক করা হয়। আটকরা হলো খুলনার কয়রা উপজেলার বিল্লাল সরদার ও নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার নুর আলম।