নিজস্ব প্রতিবেদক
যশোরের নবাগত সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলার আট উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা। বুধবার দুপুর ২টায় সিভিল সার্জনের কার্যালয়ে তাকে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর উপজেলা কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন সিভিল সার্জন।
এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার নাজমুস সাদিক রাসেল, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মীর আবু মাউদ, চৌগাছার ডাক্তার লুৎফুন্নাহার, অভয়নগরের ডাক্তার ওয়াহিদুজ্জামান ডিটু, বাঘারপাড়ার ডাক্তার অরুপ জ্যোতি ঘোষ, মণিরামপুরের ডাক্তার তন্ময় বিশ্বাস, ঝিকরগাছার ডাক্তার রশিদুল আলম, কেশবপুরের ডাক্তার আলমগীর হোসেন ও শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহফুজা খানম।
কর্মকর্তাদের উদ্দেশ্যে সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান বলেন, জেলা স্বাস্থ্য বিভাগের সকল পর্যায়ে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে সেবা কার্যক্রম পরিচালনার জন্যে সবাইকে আন্তরিক হতে হবে। এ ক্ষেত্রে সকলেই সকলের সহযোগিতার আহ্বান জানান তিনি।
এদিকে, সকালে নবাগত সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসানকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি জেলা নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি আব্দুল মান্নান, সহসভাপতি আনায়ারুল ইকবাল মিন্টু, স্বপন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক মোস্তফা আল কামাল, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান সোহাগ, মহিলা বিষয়ক সম্পাদক সিমা খাতুন, সদস্য ফয়জুল হাসান এবং মেহেদী হাসান অনিক।