নিজস্ব প্রতিবেদক
উদীচী যশোর পরিচালিত শিশু শিক্ষা প্রতিষ্ঠান অক্ষর শিশু শিক্ষালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শনিবার মিউনিসিপ্যাল প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্রীড়া সংগঠক ও যশোর জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খায়েরুজ্জামান বাবু। একই স্থানে বিকেলে পুরস্কার বিতরণ করেন উদীচী যশোরের উপদেষ্টা ও দৈনিক কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, ইলাহদাদ খান, ক্রীড়া সংগঠক খায়েরুজ্জামান বাবু, সহ-সভাপতি খন্দকার রজিবুল ইসলাম টিলন, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব প্রমুখ।
উভয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যাপক শৈলেশ কুমার রায়। প্রতিযোগিতায় ৫৬ ইভেন্টে প্রায় ৭০০ প্রতিযোগি অংশ গ্রহণ করেন।